নারী দলের কোচ হিসেবে বাটলারকে ধরে রাখতে চান কিরণ
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২১:৩৪; আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ২১:৩৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ নারী জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইংলিশ কোচ পিটার জেমস বাটলারকে রেখে দেওয়ার কথা বলেছেন। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা এনে দিতে সহায়তা করা বাটলারকে কিরণ সেরা কোচ হিসেবে বিবেচনা করছেন।
সম্প্রতি কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী দল। কিন্তু ফাইনাল ম্যাচ শেষে বাটলার জানান, মেয়েদের কোচ হিসেবে এটাই তার শেষ ম্যাচ। শিরোপা উদযাপনের সময়ে দলের সাথে কিছু দূরত্বও প্রকাশ পায়।
রোববার বাফুফে ভবনে কিরণ গণমাধ্যমকে জানান, সাফ চলাকালীন সময়ে দলে কিছু অভ্যন্তরীণ মনোমালিন্যের বিষয় সম্পর্কে তিনি অবগত ছিলেন। কোচ এবং খেলোয়াড়দের মধ্যে মতবিরোধের বিষয়টি তিনি সামলে নিয়েছিলেন।
“বাটলার চেয়েছিলেন জুনিয়র খেলোয়াড়দের ভালো পারফর্মেন্সের সুযোগ দিতে, যা সিনিয়ররা পছন্দ করেনি। তাদের খেলতে না দেওয়ায় কিছুটা বিরোধ সৃষ্টি হয়েছিল। তবে, আমি মনে করি, মেয়েদের ও কোচের কোনো কথাই এখন গুরুত্ব দেওয়া সঠিক নয়,” বলেন কিরণ।
কিরণ আরও বলেন, “আমরা বাটলারকেই সেরা কোচ মনে করি। বাংলাদেশের কোচ হিসেবে তাকে রাখতে চাই। তাকে আমার ইচ্ছার কথা জানিয়ে বলেছি, সিদ্ধান্ত নেয়ার আগে আমার সাথে আলোচনা করতে। বাটলার অন্যান্য কোচের তুলনায় আলাদা, কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোচ। মেয়েদের ফুটবলের উন্নতিতে আমাদের সরকারের সহায়তাও খুব প্রয়োজন।”
তিনি বর্তমান সরকারকে অনুরোধ জানিয়েছেন, মেয়েদের ফুটবলের উন্নতির জন্য পাশে থাকার এবং সহযোগিতা প্রদানের।
আপনার মূল্যবান মতামত দিন: