ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ, ইশান কিষাণের অসন্তোষ প্রকাশ
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২১:২৩; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১২:০২
ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে চলমান চারদিনের আনঅফিসিয়াল ম্যাচে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেন স্বাগতিক অস্ট্রেলিয়া এ দলের খেলোয়াড়রা। অভিযোগটি মাঠে আম্পায়ারের কানেও পৌঁছায়।
ম্যাচের চতুর্থ দিনে স্টাম্প মাইকে আম্পায়ারদের মধ্যে হওয়া কথোপকথনের মাধ্যমে বল টেম্পারিং বিতর্কটি প্রকাশ্যে আসে, যা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে। পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া।
অস্ট্রেলিয়ান বার্তা সংস্থা এএপি জানায়, ইন্ডিয়ান উইকেটরক্ষক ইশান কিষাণ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, "এটি খুবই বাজে সিদ্ধান্ত।" জবাবে আম্পায়ার বলেন, "তোমার অসন্তোষের কারণে তোমার নাম রিপোর্টে উল্লেখ করা হবে। তোমার আচরণ ঠিক ছিল না। তোমাদের দলের কর্মকাণ্ডের কারণেই আমরা বল পরিবর্তন করেছি।" ম্যাচটি অস্ট্রেলিয়া এ দল ৭ উইকেটে জিতে নিলেও বল টেম্পারিং বিতর্ক ঘিরে চলছে আলোচনা।
ভারতীয় দল আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড সফর শেষে অস্ট্রেলিয়া পৌঁছায়, যেখানে এই বিতর্ক নতুন করে উত্তাপ যোগ করেছে ভারত-অস্ট্রেলিয়া দ্বন্দ্বে।
আপনার মূল্যবান মতামত দিন: