ঘরের মাঠে ভারতকে লজ্জার হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২১:১২; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩
নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেলের দুর্দান্ত পারফর্মেন্সে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল কিউইরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৫ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। প্যাটেল পুরো সিরিজে বল হাতে দাপট দেখিয়ে শেষ ম্যাচে ১৬০ রানে ১১ উইকেট তুলে নেন।
এই হারের মাধ্যমে ১৯৮৩ সালের পর এই প্রথম তিন ম্যাচের সিরিজে তিনটিতেই পরাজিত হলো ভারত। সিরিজের প্রথম দুই টেস্ট যথাক্রমে ৮ উইকেট এবং ১১৩ রানে হেরেছিল স্বাগতিক দলটি। এটি নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো কোন বিদেশ সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার নজির।
দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে ১৪৭ রানের লক্ষ্য থাকলেও নিউজিল্যান্ডের ঘূর্ণি আক্রমণের সামনে ধসে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৭.১ ওভারে ২৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ঋসভ পান্ত, কিন্তু তাঁর ৫৭ বলে ৬৪ রানের ইনিংসও পরাজয় এড়াতে যথেষ্ট হয়নি।
শেষমেষ, দলীয় ১২১ রানে অলআউট হয়ে সিরিজ হার মেনে নিতে হয় ভারতকে। আজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৬ উইকেট দখল করেন, যা তাঁর টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ১০ উইকেট নেওয়ার নজির।
আজাজ প্যাটেল এই ভেন্যুতেই ২০২১ সালে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন, ফলে ভারতের মাটিতে এক ভেন্যুতে সর্বোচ্চ ২৫ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তাঁর দখলে। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের উইল ইয়ং, যিনি ২৪৪ রান করে ব্যাট হাতে কিউইদের জন্য বড় অবদান রাখেন।
এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায় ভারত। ১৪ ম্যাচে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে নেমে গেছে, যেখানে ১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শীর্ষে অবস্থান করছে।
আপনার মূল্যবান মতামত দিন: