আফগানিস্তানের বিপক্ষে সাকিবের না খেলার সম্ভাবনাই বেশি : ফারুক আহমেদ
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:১২; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫৯
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ আফগানিস্তানের বিপক্ষে। এ নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জন ছিল, আফগানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না। বিসিবি সভাপতি নাজমুল হাসান ফারুক আহমেদ বুধবার এই ব্যাপারে ইঙ্গিত দেন যে, সাকিবের না খেলার সম্ভাবনাই বেশি।
সাকিব এর আগে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে দেশের ক্রিকেটভক্তদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। সাকিবের শারীরিক ও মানসিক বিশ্রামের প্রয়োজন থাকায় বিসিবি সভাপতি বৃহস্পতিবার চট্টগ্রামে গণমাধ্যমকে জানান যে, আফগানিস্তান সিরিজেও সাকিবের না থাকার সম্ভাবনা রয়েছে।
প্রথম ওয়ানডে ৬ নভেম্বর, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ ও ১১ নভেম্বর শারজায় অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: