সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দল ছাদ খোলা বাসে, কোচ বাটলার অনুপস্থিত
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪ ১৬:৫৪; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১২:২৫
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার গৌরব অর্জন করে দেশে ফিরলেন বাংলাদেশের নারী ফুটবল দল। নেপালে কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমাদের দল।
বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাবিনা-ঋতুপর্ণাদের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবারও ছাদখোলা বাসের আয়োজন করেছে, যেন দেশের ফুটবলপ্রেমী মানুষ তাদের আনন্দ উদযাপনে সরাসরি অংশ নিতে পারে।
দুই বছর আগে প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের পরও একইভাবে ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছিল জাতীয় নারী দলকে। এবারও সেই সাফল্য উদযাপনের ঐতিহ্য পুনরাবৃত্তির মাধ্যমে তাদের বাফুফে ভবনে নিয়ে হচ্ছে, যেখানে দলটির জন্য অপেক্ষা করছে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।
টুর্নামেন্ট শুরু থেকে কোচ বাটলার এবং সিনিয়র খেলোয়ারদের মধ্যে মতানৈক্য ছিল যা গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পর আরো তীব্র হয়ে দেখা দেয় বাটলারের পদত্যাগের ঘোষণা নিয়ে। সাফ জয়ী নারী দল বাসে করে ফিরলেও কোচ বাটলার কিন্তু ফিরছেন না বাসে করে।
আপনার মূল্যবান মতামত দিন: