গুঞ্জনের অবসান, রদ্রির হাতে ৬৪ বছর পর স্পেনে ব্যালন ডি’অর
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১৫:৫৪; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১০:২০
গত কয়েক দিন ধরে চলা নানা গুঞ্জন শেষে সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের জন্য উঠে এসেছে স্পেনের তারকা রদ্রির হাতে। অনেকের ধারণা ছিল, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এ পুরস্কার জিতবেন। তবে, শেষমেশ প্যারিসের থিয়েটার দু শাটলেটের মঞ্চে স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের হাতে গোল্ডেন বল তুলে দেন ১৯৯৫ সালের ব্যালনজয়ী কিংবদন্তি জর্জ উইয়াহ।
রদ্রি এই পুরস্কার জয় করে ৬৪ বছর পর প্রথমবারের মতো স্পেনের কোনো পুরুষ ফুটবলার হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার ঘরে তুললেন। এর আগে ১৯৬০ সালে বার্সেলোনার লুইস সুয়ারেজ এই পুরস্কার পেয়েছিলেন, যা এতদিন স্পেনের একমাত্র পুরুষ ব্যালন ডি’অর জয় ছিল।
ব্যালন ডি’অর জয় করতে রদ্রি পিছনে ফেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামসহ ২৮ জন শর্টলিস্টেড তারকাকে। দানি কারভাহাল, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে এবং লাউতারো মার্টিনেজও রদ্রির কাছে হেরে যান।
ক্রাচে ভর দিয়ে পুরস্কার গ্রহণের জন্য থিয়েটারে প্রবেশ করেন রদ্রি, যিনি প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে আঘাত পেয়ে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচে ১২টি গোল ও ১৬টি অ্যাসিস্টের মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। তার ঝুলিতে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপের মতো শিরোপা।
নারীদের ব্যালন ডি’অর পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড আইতানা বোনমাতি। এছাড়া, কোপ ট্রফি পেয়েছেন বার্সার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। সেরা গোলরক্ষকের ইয়াসিন ট্রফি জিতেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ, এবং বর্ষসেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি।
আপনার মূল্যবান মতামত দিন: