ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

ম্যানচেস্টার ইউনাইটেড বস টেন হাগ বরখাস্ত, অন্তর্বর্তী কোচ নিস্টলরয়

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ২২:২১; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১০:০১

 

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ডাচ কোচ এরিক টেন হাগকে, যা ক্লাবের পারফরম্যান্সের সাম্প্রতিক অবস্থার প্রতিফলন বলে মনে করছে ফুটবল বিশ্লেষকরা। সোমবার, ২৮ অক্টোবর, ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে টেন হাগের বিদায়ের কথা ঘোষণা করা হয়। সাময়িকভাবে দলের দায়িত্ব নিবেন তার সহকারী কোচ হিসেবে কাজ করা সাবেক ডাচ তারকা রুড ফন নিস্টলরয়।

টেন হাগ প্রায় আড়াই বছর ধরে ক্লাবটির সঙ্গে ছিলেন এবং তার অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড দু’টি ট্রফি জিতেছে—একটি কারাবাও কাপ এবং একটি এফ এ কাপ। তবে, চলতি মৌসুমে ক্লাবের পারফরম্যান্সের ব্যাপক অবনতি ঘটে, প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে ওয়েস্টহ্যামের কাছে ২-১ গোলে হেরে টেবিলের ১৪তম স্থানে চলে যায় ইউনাইটেড এবং ইউরোপা লিগে ৩৬ দলের মধ্যে তাদের অবস্থান এখন ২১তম।

ক্লাবের বিবৃতিতে আরও জানানো হয়, টেন হাগের অবদানের জন্য তারা কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তার সফলতার কামনা করে। রুড ফন নিস্টলরয় প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর বর্তমান কোচিং স্টাফ তাকে সহায়তা করবে এবং স্থায়ী কোচ হিসেবে নতুন কেউ নিয়োগ না হওয়া পর্যন্ত দলের নেতৃত্ব তিনিই দেবেন।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top