ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পাকিস্তানের বড় ধাক্কা, পদত্যাগ করলেন কারেস্টেন

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৪:৩৮; আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৩:৩৭

 

অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগেই বড় ধাক্কা পাকিস্তান দলে, পদত্যাগ করলেন প্রধান কোচ গ্যারি কারস্টেন

অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে পাকিস্তান দলের সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেনের পদত্যাগে বড় ধাক্কা খেল দলটি। ওয়ানডে সিরিজ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও হঠাৎ করেই দায়িত্ব ছাড়লেন তিনি। সোমবার (২৮ অক্টোবর) ক্রিকেটের শীর্ষ সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এই খবর প্রকাশ করে।

কারস্টেনকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলতি বছরের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। কিন্তু কয়েক মাস পরেই তিনি সেই চুক্তি থেকে সরে দাঁড়ালেন। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে কারস্টেন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। অনুমান করা হচ্ছে, বোর্ডের নীতিনির্ধারণী কিছু বিষয় নিয়ে তার মধ্যে অসন্তোষ ছিল, যা তাকে এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। পিসিবিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করেনি।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, সম্প্রতি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণার সময় বোর্ডে নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। বিশেষ করে নতুন অধিনায়ক ঘোষণা এবং দল গঠনে মতভেদের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এসব কারণেই সম্ভবত কারস্টেন তার দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। আগামীকালই পাকিস্তান দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বলে জানানো হয়েছে, তবে কোচ কারস্টেন এই সফরে দলের সঙ্গে যাবেন না বলে ধারণা করা হচ্ছে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top