ব্যালন ডি’অর: শেষ হলো অপেক্ষা, আজ রাতেই জানা যাবে কে হচ্ছে সেরা ফুটবলার
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৪:২২; আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৪:২৪
বহু প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে, কারণ সোমবার রাতে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ী। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে ফ্রান্সের প্যারিসের শ্যালে থিয়েটারে শুরু হবে এই বিখ্যাত পুরস্কারের বর্ণাঢ্য আয়োজন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিশ্লেষণে দেখা যাচ্ছে, ব্যালন ডি’অর জয়ের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার পাশাপাশি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির নামও উঠে আসছে সম্ভাব্য বিজয়ী হিসেবে। অনেকে আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজকেও ভাবছেন ব্যালন ডি’অরের জন্য উপযুক্ত প্রতিদ্বন্দ্বী।
একটা বড় পরিবর্তন হলো, এবার মনোনীতদের তালিকায় নেই আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এবং পাঁচবারের জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৩ সালের পর এই প্রথম তারা দুজনই মনোনয়ন থেকে বাদ পড়েছেন, যা বিগত ২১ বছরের মধ্যে বিরল ঘটনা।
২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়কাল ধরে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হচ্ছে এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য। এই সময়ে ভিনিসিয়ুস ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচে করেছেন ২৬ গোল এবং ১১টি অ্যাসিস্ট, জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ।
এছাড়াও রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জয় করেছেন, পাশাপাশি স্পেনের হয়ে ইউরো ট্রফিও অর্জন করেছেন। অন্যদিকে লাউতারো মার্তিনেজ কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা হয়ে শিরোপা জিতেছেন আর্জেন্টিনার জন্য।
এই তীব্র প্রতিযোগিতার মধ্যে, শেষ মুহূর্ত পর্যন্ত বলা মুশকিল কে ছিনিয়ে নেবেন এবারের ব্যালন ডি’অর পুরস্কার।
আপনার মূল্যবান মতামত দিন: