বাফুফে পেলো নতুন ৪ সহ-সভাপতি
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ ২০:৫৬; আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২১:০০
বাফুফে নির্বাচনে নতুন সভাপতির সাথে পেলো আরো নতুন চার সহ-সভাপতি। গত মাসে কাজী সালাউদ্দিনের নির্বাচন না করার ঘোষণার পর থেকেই নিশ্চিত হয়ে যায়, প্রায় ১৬ বছরের মধ্যে বাফুফে সভাপতি হিসেবে নতুন একজন নেতৃত্বের আগমন ঘটতে যাচ্ছে।
তাবিথ আউয়াল, যিনি ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবারে সর্বোচ্চ পদে বসার সম্ভাবনা তৈরি করেছেন। ২০২০ সালের নির্বাচনে তিনি মহি উদ্দিন মহির সাথে সহ-সভাপতি পদের জন্য ভোটাভুটিতে ৬৫-৬৫ ভোটে ড্র করেন এবং পরে আবার ভোট হলে ৬৭-৬৩ ভোটে পরাজিত হন। চার বছর পর, এবার তিনি বিপুল ভোটে বাফুফের নতুন সভাপতি।
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৩৩, তবে ভোটের দিন উপস্থিত ছিলেন ১২৮ জন। সেইসাথে, আরও ১৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।
সহ-সভাপতির ৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৬ জন প্রার্থী। নাসের শাহরিয়ার জাহেদী ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ওয়াহিদ উদ্দিন চৌধুরি ১০৮ ভোট পেয়ে দ্বিতীয়, সাব্বির আহমেদ আরেফ ৯০ ভোট পেয়ে তৃতীয় এবং ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ৮৭ ভোট পেয়ে চতুর্থ সহ-সভাপতি হয়েছেন।
এছাড়া, এই পদের নির্বাচনে অংশগ্রহণকারী দুই সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক যথাক্রমে ৬৬ ও ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে নতুন নেতৃত্বে আসার বিষয়টি বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: