ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

মেসির গোল ছাড়াই ইন্টার মায়ামির প্লে-অফে জয়, সামনে সেমিফাইনালের পথে

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ ১৯:০৬; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫

 

মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে লিওনেল মেসির ওপর সবার নজর ছিল, তবে এবার গোল করতে পারেননি তিনি। তবুও, মায়ামি অধিনায়ক মেসি মোটেও হতাশ নন। গোল ছাড়াই এমএলএসের তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইন্টার মায়ামি।

শনিবার (২৬ অক্টোবর) ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামি ২-১ গোলে জয়লাভ করেছে। এই ম্যাচে মায়ামির হয়ে গোল দুটি করেন লুইস সুয়ারেজ এবং জর্দি আলবা। যদিও নিজে গোল করতে পারেননি, তবে আলবার দ্বিতীয় গোলটি এসেছে মেসির অ্যাসিস্টে, যা দলের সেমিফাইনালে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চেজ স্টেডিয়ামে খেলা শুরু হতেই দুই মিনিটের মাথায় লুইস সুয়ারেজ প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন। এরপর থেকে মায়ামি আক্রমণে বেশ আধিপত্য ধরে রাখে। ৭ মিনিটে মেসির শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে মায়ামির ব্যবধান তখনই ২-০ হয়ে যেতে পারতো।

অন্যদিকে, ২৬ মিনিটে আবারও দুর্দান্ত একটি শটে গোলের কাছাকাছি পৌঁছান মেসি, কিন্তু গুজান আবারও প্রতিহত করেন। এই সময়ে, ৩৯ মিনিটে আটলান্টা সমতা ফেরায়। ফলে, প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর, মায়ামি গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি, এবং ৫৬ মিনিটে মেসির তৈরি করা একটি দুর্দান্ত আক্রমণ থেকে গোল করতে পারেননি ডিয়েগো গোমেজ। তবে, ৬০ মিনিটে মেসি-জর্দি আলবা যুগলবন্দীতে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় মায়ামি। ম্যাচ শেষে, কোনো আর গোল না হলে মায়ামি ২-১ গোলে জয়লাভ করে।

এখন, তিন ম্যাচের প্লে-অফের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে, এবং ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে আবারো মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top