ঢাকা শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের মাঠে ইতিহাসের নতুন পাতা: নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হারল রোহিতরা

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ ১৮:৫৯; আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৯:০১

 

নিজেদের মাঠে অজেয় ভারত আজ খেই হারালো। ২০১২ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারলো তারা। পুনেতে অনুষ্ঠিত ম্যাচে ৩৫৯ রানের লক্ষ্য পূরণ করতে না পারায় লজ্জার মুখোমুখি হতে হয়েছে ভারতকে। এই পরাজয়ের ফলে ১৯৮৩ সালের পর আবারও টিম ইন্ডিয়া অঘটনের স্বাদ গ্রহণ করল।

প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রানে অলআউট হয়। কিউইদের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ডেভিন কনওয়ে। ভারতের পক্ষে বল হাতে সেরা পারফর্মার ছিলেন ওয়াশিংটন সুন্দর, যিনি ৪ উইকেট নেন। পরে, ভারত প্রথম ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে যাওয়ায় কিউইদের ১০৩ রানের লিড মেলে।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৫৫ রান করে, যেখানে টম লাথাম ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ফলে ভারতের সামনে ৩৫৯ রানের চ্যালেঞ্জ দাঁড়ায়। ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত শুরু করলেও অধিনায়ক রোহিত শর্মা (৮) দ্রুত ফিরে যাওয়ার পর তারা চাপের মধ্যে পড়ে যান।

যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের মাঝে দুর্দান্ত পার্টনারশিপ গড়লেও, গিল আউট হলে জয়ের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হতে থাকে। ৬৫ বল মোকাবেলা করে ৭৭ রান করে জয়সওয়াল আউট হওয়ার পর ভারতের ভেতরে আরও উদ্বেগের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ভারত ২৪৫ রানে অলআউট হয়ে ১১৩ রানে পরাজিত হয়।

নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট তুলে নেন। এই ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে তিনি টেস্টের দুই ইনিংসে ফাইফার নেওয়ার কীর্তি গড়েছেন। এর আগে দুইবার এই কীর্তি গড়েন ড্যানিয়েল ভেট্টোরি।

২০১৩ সাল থেকে ঘরের মাঠে ৫৪ টেস্ট ম্যাচ খেলে ভারত কোনো টেস্ট সিরিজ হারেনি, তবে এবার নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারিয়ে তাদের সেই অঘটনকে ভাঙলো।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top