নারী ফুটবল লীগের এফসি ব্রাহ্মণবাড়িয়া ফুটবল দলের অধিনায়ক এবং আনসারের মাইনু মারমার স্বর্ণ বিজয়
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্-২০২০ তায়কোয়ানডো-তে মাইনু মারমার স্বর্ণ জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১ ১২:৫৪; আপডেট: ৮ এপ্রিল ২০২১ ১৩:০৬

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডোতে নারীদের -৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে আনসারের মাইনু মারামর স্বর্ণ বিজয়।
সাবেক বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক মাইনু মারমা ২০২১ এর নারী ফুটবল লীগের দল এফসি ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক্ত করছেন। একেধারে ফুটবল এবং তায়কোনডোতে এই দুটো কাজকে খুবই সহজ ভাবে করে যাচ্ছেন মাইনু মারমা। এফসি ব্রাহ্মনবাড়িয়া হয়ে লীগের প্রথম ম্যাচেই অধিনায়ক এর ভূমিকাতে দলকে জয় উপহার হার দিয়েছেন। একই সাথে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্-২০২০ এর নিজের আরেকটি পছন্দের ইভেন্ট তায়কোয়ানডোতে ঠিকই স্বর্ণ জয় করেছেন।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডোতে নারীদের -৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে আনসারের মাইনু মারামর স্বর্ণ বিজয়। ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে ২৫-০২ স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাইনু মারমা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা।
আপনার মূল্যবান মতামত দিন: