টেস্ট ক্রিকেটে মিরাজ একাধিক মাইলফলক অর্জন
এম. এ রনি | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪ ১৮:৫৩; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৯
চলমান ২০২৩-২০২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ একাধিক মাইলফলক অর্জন করেছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও শীর্ষ উইকেট শিকারি হয়ে মিরাজ গড়েছেন নতুন ইতিহাস। টেস্ট চ্যাম্পিয়নশিপের এক সিজনে ৫০০ রান ও ৩০ উইকেট শিকার করে তিনি জায়গা করে নিয়েছেন অলরাউন্ডারদের এলিট ক্লাবে।
এর আগে ২০১৯-২০২১ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বেন স্টোকস এই কীর্তি গড়েছিলেন। স্টোকস ওই চক্রে ১৩৩৪ রান সংগ্রহের পাশাপাশি ৩৪ উইকেট শিকার করেছিলেন। একই কৃতিত্ব তিনি ২০২১-২০২৩ চক্রেও বজায় রাখেন, যেখানে ৯৭১ রানের সঙ্গে তিনি নিয়েছিলেন ৩০ উইকেট। একই চক্রে ভারতের রবীন্দ্র জাদেজা করেন ৭২১ রান এবং শিকার করেন ৪৭ উইকেট।
তবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে শুধুমাত্র মিরাজই এই ‘ডাবল’ অর্জন করেছেন। তিনি বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং শীর্ষ উইকেট শিকারি। মিরাজের পরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুমিনুল হক, যিনি ৯ ম্যাচে ৪৭৮ রান করেছেন। এছাড়া মুশফিকুর রহিমের সংগ্রহ ৪৫২ রান এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ৪৩৮ রান।
বোলিংয়ের ক্ষেত্রে, ৬ ম্যাচে ২৪ উইকেট নিয়ে মিরাজের পরে আছেন তাইজুল ইসলাম। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, যার ঝুলিতে রয়েছে ১১ ম্যাচে ৫৪ উইকেট। আর ১৮ ম্যাচে ১৭১২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হিসেবে আছেন ইংল্যান্ডের জো রুট।
আপনার মূল্যবান মতামত দিন: