বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর পেতে অনেক বেগ পেতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। গত মার্চ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ পাওয়ার জন্য দরপত্র আহ্বান করেছিল। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ১ এপ্রিল। উক্ত দরপত্র জমাতে বিসিবি ভালো সাড়া পেয়েছিল। আজ ৭এপ্রিল (বুধবার) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী তিন বছরের জন্য ক্রিকেট দলের সাথে দারাজের স্পন্সর এর ব্যপারটি নিশ্চিত করেছেন। কিন্তু, চুক্তির অঙ্কটি জানায়নি বিসিবি।
৭ এপ্রিল ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত জাতীয় দলের স্পন্সরশিপের দায়িত্ব পালন করবে দারাজ। স্পন্সরশিপের আওতায় থাকবে জাতীয় পুরুষ-নারী দল, জাতীয় ‘এ’ পুরুষ-নারী দল ও অনূর্ধ্ব-১৯ পুরুষ-নারী দল। পাশাপাশি দারাজের সহযোগী প্রতিষ্ঠান অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস ‘হাংরিনাকি’ মেয়েদের কিট স্পন্সরের স্বত্ব পেয়েছে।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই দারাজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট হয়ে উঠেছে এবং সর্বাধিক জনপ্রিয়। দারাজ লক্ষ লক্ষ মানুষের দোরগোড়ায় গ্রাহক সেবা সরবরাহ করেছে, বিশেষত কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জপূর্ণ সময়ে, এটি খুবই প্রশংসনীয়। বিসিবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠানের সঙ্গে জুটি বাঁধতে পেরে আনন্দিত। আমি দারাজকে এগিয়ে আসার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই।’
দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি শুভ মুহূর্ত। দেশের জন্য যে কোনও কিছু করতে পেরে আমরা আনন্দিত হই। জাতীয় ক্রিকেট দলকে স্পন্সর করে আমরা গর্বিত। আগামী বছরগুলোতেও অনেক অর্জন উদযাপনের অপেক্ষায় রয়েছি।’
আপনার মূল্যবান মতামত দিন: