.
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০: জুডোর উদ্বোধন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১ ১৭:২৮; আপডেট: ৯ জুন ২০২৩ ২৩:৫৪
প্রতিযোগিতার উদ্বোধনকালে মাসুদ করিম বলেন, ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এখন শেষ পর্যায়ে। আমরা লক্ষ্য করছি, অত্যন্ত সুন্দরভাবে, সতস্ফূর্তভাবে দেশব্যাপী বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজন করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকায় আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন এসোসিয়েশন এবং ফেডারেশন এই আসর নিয়ে ব্যস্ত আছে।’
'আমরা আশা করব এই গেমস শেষ হওয়ার পরই আমাদের চলমান যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম রয়েছে, সেটা আমরা আবারও শুরু করতে পারব। আমরা তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও প্রতিশ্রুতিশী খেলোয়াড় সংগ্রহ করতে পারব।’ যোগ করেন তিনি।
বিভিন্ন ওজন শ্রেণিতে জুডো প্রতিযোগিতা ৭ থেকে ৯ এপ্রিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথমদিন চারটি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: