নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪ ১৪:৫৮; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৮
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় মাঠে গড়াবে ট্রাইগ্রেসদের টিকে থাকার লড়াই।
গত ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলো বাংলাদেশ। তবে পাঁচ দলের 'বি' গ্রুপে পরের দুই ম্যাচের স্মৃতি মোটেও সুখকর হয়নি নিগার সুলাতানা জ্যোতিদের।
শারজা ক্রিকেট স্টেডিয়ামেই ৫ অক্টোরর ইংল্যান্ডের ৭ উইকেটে করা ১১৮ রান চেজ করতে নেমে ৭ উইকেটে ৯৭-এ থামে টাইগ্রেসদের ইনিংস। ২১ রানে ম্যাচ হারে বাংলাদেশ।
এরপর ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের হার। শারজায় এবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১০৩ রান করতে পারে বাংলাদেশ। যা ওয়েস্ট ইন্ডিজ ১২ ওভার পাঁচ বলে দুই উইকেট হারিয়েই টপকে যায়।
তিন ম্যাচে এক জয় ও দুই হারে দুই পয়েন্ট নিয়ে পাঁচ দলের 'বি' গ্রুপে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে। তিন খেলায় প্রোটিয়া মেয়েরা দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে, সমান পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ নেট রানরেটে শীর্ষে রয়েছে।
তিন খেলায় কোনো পয়েন্ট পায়নি স্কটল্যান্ড। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে টাইগ্রেসদের।
আপনার মূল্যবান মতামত দিন: