ঢাকা সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফির আকার বদনার মতো? জেনে নিন সত্যিটা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩ ০২:৫৭; আপডেট: ২৯ মে ২০২৩ ২৩:৫৫

 

সম্প্রতি ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফির পরিবর্তে একটি 'বদনা'র ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রীতিমতো জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গত ৬ জানুয়ারি থেকে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। তবে বাংলাদেশের এই ঘরোয়া টি-২০ ক্রিকেট লিগ নিয়ে দেশের সমর্থকদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফির পরিবর্তে একটি 'বদনা'র ছবি বসিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটি ঘিরে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। আসতে শুরু করেছে একের পর এক মজাদার কমেন্টও। তবে ছবিটা যে নেহাতই 'ভুয়ো' সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

 

আসুন, তাহলে গোটা বিষয়টা আরও স্পষ্ট করে আপনাদের সঙ্গে আলোচনা করি। আসলে দিন দুয়েক আগে এক্সট্রিম মিম নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটা পোস্ট করা হয়েছে। ছবিতে একটি 'বদনা' দেখতে পাওয়া যাচ্ছে। তার নীচে সোনালী রংয়ের প্লেটের উপরে লেখা রয়েছে BPL t20 Champions।

এই পোস্টটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। 'বদনা' জিনিসটা আসলে কী, সেটা আপনাদের আর বলে দেওয়ার দরকার নেই। কথ্য ভাষায় আমরা এটাকেই 'লোটা' বলে থাকি। বদনার আকৃতিটা অধিকাংশ ক্ষেত্রেই গোলাকার হয়। আর এর নিচের দিক থেকে সামান্য বাঁকা একটি নলাকার অংশ সামনের দিকে বেরিয়ে আসে। জলভর্তি বদনা কাত করলে এই নল থেকে তা বেরিয়ে আসে। বিশেষ করে শৌচকর্মের ক্ষেত্রেই এই ধরনের পাত্র গ্রামবাংলায় ব্যবহার করা হয়ে থাকে।

 

ছবিটা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেট নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সাইহান রাফে নামে একজন ইউজার লিখেছেন, 'কিছু মানুষের কারণে BPL-টা নিম্নস্তরের একটা টুর্নামেন্ট হয়ে দাঁড়াল। ওই মানুষগুলোর কারণেই আমাদের নিজ দেশের টুর্নামেন্টকে কোনওদিন এত ছোট করব, সেটা ভাবতেও পারিনি।'

(বিস্তারিত আসছে...)

 

 

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top