মিরাজুলের হ্যাটট্রিকে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের বড় জয়
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ১৬:৩২; আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৬:৩৪

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের নায়ক মিরাজুল ইসলাম মালদ্বীপের বিপক্ষেও জ্বলে উঠলেন। উপহার দিলেন দারুণ এক হ্যাটট্রিক। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চলতি আসরে বড় জয়ের উৎসবে মাতল বাংলাদেশও।
ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে শুক্রবার মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করা পল থমাস স্মলির দল স্বাগতিক ভারতকে হারিয়েছিল ২-১ ব্যবধানে।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থাকা বাংলাদেশ ফাইনালে এক পা দিয়ে রেখেছে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপাল। রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার তাদেরই মুখোমুখি হবে দল।
শুরু থেকে আক্রমণের পসরা মেলে মালদ্বীপকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় দল, কিন্তু মালদ্বীপ গোলরক্ষকের দৃঢ়তায় গোল মেলেনি।
রফিকুল ইসলামের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের উপর থেকে মঈনুল ইসলাম মঈনের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান মালদ্বীপ গোলরক্ষক শাইহান আলি।
১৯তম মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। বক্সের ডান দিক থেকে পিয়াস আহমেদ নোভার শট শাইহান ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে ফাঁকা জালে বল জড়িয়ে দেন মিরাজুল। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে শুরুর ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড।


আপনার মূল্যবান মতামত দিন: