স্বর্ণ জিতলেন ফরিদ, রৌপ্য ফিরোজ এবং ব্রোঞ্জ কামরুল
এ্যাথলেটিকস: ম্যারাথনে তিন পদকই সেনাবাহিনীর
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২১ ১৪:৫৪; আপডেট: ৯ জুন ২০২৩ ২৩:৫৫

বঙ্গবন্ধু ৯ম বাংলাদশে গেমস্-২০২০ এ এ্যাথলটেকিস এর পুরুষ ম্যারাথনে তিন পদকই জিতে নিয়েছে বাংলাদশে সেনাবাহিনী। র্স্বণ পদক জিতেছেন বাংলাদশে সেনাবাহিনীর মোঃ ফরদি মিয়া। তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৪৬ মনিটি ৩৮ সেকেন্ড।
২ ঘন্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন ফিরোজ খান। ব্রোঞ্জ পদক জয়ী সেনাবাহিনীর আরেক এ্যাথলটে কামরুল ইসলাম সময় নিয়েছেন ২ ঘন্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড।
আপনার মূল্যবান মতামত দিন: