সেরা দশে মিরাজ
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ১৬:৩৭; আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৪

আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে সেরা দশে (সাত নম্বরে) আগে থেকেই আছেন মেহেদি হাসান মিরাজ। এবার অলরাউন্ডার র্যাংকিংয়েও সেরাদের মধ্যে ঢুকে পড়লেন বাংলাদেশি এই তারকা।
আইসিসির সর্বশেষ অলরাউন্ডার র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন মিরাজ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেরা দশে আছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে অলরাউন্ডার র্যাকিংয়ে যথারীতি শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এক নম্বরে। তার ধারেকাছেও কেউ নেই।
দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের মোহাম্মদ নাবি। তার রেটিং পয়েন্ট ২৯৫। ২৮২ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস।
চারে আফগানিস্তানের আরেকজন- রশিদ খান। তার রেটিং পয়েন্ট ২৭৬। ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর অবস্থানে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।
আট নম্বরে থাকা মিরাজের ওপরে ইংল্যান্ডের বেন স্টোকস (২৬৬ রেটিং পয়েন্ট) আর পাকিস্তানের ইমাদ ওয়াসিম (২৫৬)।
আপনার মূল্যবান মতামত দিন: