সোনা জিতেই টোকিও অলিম্পিকে চোখ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১ ১২:৩৪; আপডেট: ২ জুন ২০২৩ ১৫:৩০
শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে ফেন্সিং এর ইপি একক ইভেন্টে রুপা জয় করেছেন আনসারের সাগর খান। তাছাড়া, ব্রোঞ্জ জিতেছেন আনসারেরই শরিফুল ইসলাম ও বিজিবির আব্দুর রহিম।
একক ইভেন্টে প্রথম সোনা অর্জনের পরেই ইমতিয়াজ জানার তার স্বপ্নের কথা, তিনি বলেন আমার এখন একটিই লক্ষ আগামী জাপান অলিম্পিকের বাছাইয়ে। এ ফেন্সার বলেছেন, ‘বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাই পর্ব হবে উজবেকিস্তানে। ফেডারেশন পাঠালে আমি সেখানে যেতে চাই।’
একই স্টেডিয়ামে ফয়েল ইভেন্টে ১৫ পয়েন্টে পেয়ে আরেকটি ব্যক্তিগত সোনা জিতেছেন নেফাউর রহমান। ৯ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাদ্দাম হোসেন। দুটি ব্রোঞ্জ পান বাংলাদেশ সেনাবাহিনীর মো. কামরুল ও মো. মোমিন।
সোনাজয়ী নেফাউর বলেছেন, ‘দলগতভাবে আমি অনেক পদক জিতেছি। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেই প্রথমবারের মতো একক ইভেন্টে সোনা জয় করলাম। তাতে আমি অনেক খুশি। ভবিষ্যতে আমি দেশের বাইরে থেকে পদক জয়ের চেষ্টা করবো।’
আপনার মূল্যবান মতামত দিন: