ঢাকা রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

ব্যালন ডি'অরে মনোনয়নে না থাকায় হতাশ রদ্রিগো

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩২; আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ০৩:১১

রদ্রিগো বরাবরই ঠোটকাটা স্বভাবের উক্তি করে থাকে। ব্যালন ডি’র এর ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম না থাকায় করলেনও উক্তি। সামাজিক মাধ্যমে ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন রদ্রিগো। এবার তিনি রাখঢাক না রেখে সরাসরিই বললেন। ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম দেখে চরম বিস্মিত রেয়াল মাদ্রিদ ও ব্রাজিলের এই উইঙ্গার। অন্তত ৩০ জনের তালিকায় তার জায়গা প্রাপ্য ছিল বলেই মনে করেন তিনি।

এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে প্যারিসে আগামী ২৮ অক্টোবর। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ৩০ জনের তালিকা। সেখানে রেয়াল মাদ্রিদের সাত ফুটবলার জায়গা পেলেও নাম নেই রদ্রিগোর।

সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন রদ্রিগো। রেয়ালের হয়ে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই ফুটবলার ট্রফি হাতে নিজের ছবি দিয়ে পাশে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দেন নিজের মনোভাব। এবার ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মনের ক্ষোভ মুখেও তুলে আনলেন ২৩ বছর বয়সী তারকা।

“আমি খুবই হতাশ হয়েছিলাম। আমার মনে হয়, এটা আমার প্রাপ্য (সংক্ষিপ্ত তালিকায় জায়গা)। তালিকায় যারা আছেন, তাদেরকে আমি খাটো করতে চাই না অবশ্যই। তবে বিশ্বাস করি, ৩০ জনের ভেতর জায়গা পাওয়া উচিত ছিল আমার।”

“এটা বিস্ময়কর ছিল… তবে আমার তো এখানে আসলে কিছু করার নেই। আমি তো আর এসব সিদ্ধান্ত নেই না।” রদ্রিগো স্বীকার করলেন, সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি বিদ্রূপ করেই।

“আমি উপহাস করেই পোস্ট করেছিলাম। এখন এসব নিয়ে আর বেশি কিছু বলার নেই। আমার ক্ষোভের কথা সবারই জানা। রেয়াল মাদ্রিদে ও জাতীয় দলে সবাই আমাকে সমর্থন করেছে, বাইরেও অনেকে আমাকে বার্তা পাঠিয়েছে।”

গত মৌসুমে লা লিগায় ১০টি গোল করেছেন রদ্রিগো, চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৫টি। কিলিয়ান এমবাপে আসার পর রেয়ালের সেরা একাদশে তার জায়গা নড়বড়ে হবে বলে মনে করছিলেন অনেকে। তবে এখনও পর্যন্ত তাকেসহ তিনজনের আক্রমণভাগ নিয়মিত খেলিয়ে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

দারুণ প্রতিভাবান হওয়ার পরও তার পারফরম্যান্সের ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে নানা সময়ে। রেয়ালের হয়ে তবু তার স্মরণীয় কিছু পারফরম্যান্স আছে, কিন্তু ব্রাজিলের হয়ে সেরাটা দেখাতে পেরেছেন কম সময়ই।

অবশ্য নিজের সহজাত পজিশন লেফট উইংয়ে খেলার সুযোগ তিনি কমই পান। রেয়ালে ও জাতীয় দলে সেখানে ভিনিসিউস জুনিয়র জায়গাটি নিজের করে নিয়েছেন। এই যে মাঠে পজিশন নিয়ে তার যাযাবর জীবন, এটা নিয়ে খানিকটা অভিমানও ফুটে উঠল তার কণ্ঠে।

“প্রায়ই আমাকে ব্যবহার করা হয় জায়গা পূরণ করার জন্য। কোনো এক পজিশনে কোনো ফুটবলার নেই? রদ্রিগোকে কাজে লাগাও। ডান পাশে কেউ নেই? রদ্রিগো আছে। নাম্বার নাইন নেই? রদ্রিগো তো আছেই। এই তো। এভাবেই চলছে।”

“এটা অবশ্যই আমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তবে সমস্যা নেই। আমি সসময়ই দল অন্তপ্রাণ, দলের প্রয়োজনই আগে।” লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের বিপক্ষে শনিবার রদ্রিগোর গোলে জিতেছে ব্রাজিল। বুধবার তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top