সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৬; আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সূচি জানাল দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্তা সংস্থা সাফ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং হয়েছিল আগেই। এবার প্রকাশ করা হল ম্যাচের দিনক্ষণ।
আগামী ১৭ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর। সবশেষ ২০২২ সালে স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
সাত দল নিয়ে হওয়া আসরে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ও প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল মেয়েরা।
দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের বিপক্ষে মেয়েরা মুখোমুখি হবে ২৩ অক্টোবর।
‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী তিন দল- ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। গ্রুপ পর্বে তুলনামূলকভাবে সহজ পথ পেয়েছে নেপাল। এই গ্রুপে একমাত্র তাদেরই আছে ফাইনালে খেলার অভিজ্ঞতা, পাঁচবার। বাকি তিন দলের কেউ কখনই পেরুতে পারেনি সেমি-ফাইনালের বৈতরণী।
১৮ অক্টোবর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে স্বাগতিকরা।
২৭ অক্টোবর দুই সেমি-ফাইনালের পর ৩০ অক্টোবর হবে ফাইনাল।
বাংলাদেশের ম্যাচ সূচি
২০ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান
২৩ অক্টোবর বাংলাদেশ-ভারত
আপনার মূল্যবান মতামত দিন: