ম্যাচ শেষ হওয়ার মিনিট চারেক আগে অধিনায়ক হ্যারি কেইন ব্যবধান বাড়িয়ে নিলেন। তাতেই ইউরো চ্যাম্পিয়নশিপে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ইংল্যান্ড শেষ আটে জায়গা করে নিয়েছে।

ম্যাচের প্রথমার্ধে জার্মানির সঙ্গে সমান তালে লড়াই করে গেছে ইংল্যান্ড। কিন্তু এই অর্ধে কোনও গোল আসেনি। ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে ইংল্যান্ডের রহিম স্টার্লিংয়ের জোরালো শট গোলকিপার ন্যায়ার বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন। ২৭ মিনিটে ম্যাগুয়েরের হেড ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়।
জার্মানি ৩১ মিনিটে সুযোগ পায়। খিমিকের ক্রসে গোসেন্স লক্ষ্যে হেড নিতে পারেননি। পরের মিনিটে বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জার্মানির ভার্নারের শট গোলকিপার পা দিয়ে রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন। বিরতির ঠিক আগ মুহূর্তে হ্যারি কেইন বক্সের ভিতরে থেকে লক্ষ্যে শট নিতে পারেননি।
ড্রেসিংরুম থেকে ঘুরে এসে জার্মানি প্রথম সুযোগ পায়। ৪৮ মিনিটে হাভার্টজের জোরালো শট গোলকিপার কর্নারের বিনিময়ে রুখে দেন। ৭৫ মিনিটে ইংল্যান্ড প্রথম লক্ষ্যভেদ করেন। শয়ের ক্রস থেকে রহিম স্টার্লিং প্লেসিং করে দেন।

৮১ মিনিটে জার্মানি গোল শোধে সুবর্ণ সুযোগ হারায়। থমাস মুলার গোলকিপারকে একা পেয়ে পোস্টের বাইরে মেরে সমর্থকদের হতাশ করেন। ঠিক ৫ মিনিট পর ইংল্যান্ড ব্যবধান বাড়িয়ে নেয়। ৮৬ মিনিটে গ্রিলিশের ক্রসে কেইনের বুদ্ধিদ্বীপ্ত হেড গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
বাকী সময়টুকু এই স্কোরলাইন রেখেই জার্মানিকে হতাশ করে দুর্দান্ত জয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।
আপনার মূল্যবান মতামত দিন: