বিএসজেসির নতুন সভাপতি নাসিমুল সম্পাদক শফিকুল
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৬ জুন ২০২১ ১১:০৪; আপডেট: ৩০ জানুয়ারী ২০২৩ ১৭:১৭

ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিমুল হাসান দোদুল (এনটিভি)।
আর সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন জি এম তসলিম (এটিএন বাংলা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম শামীম (ঢাকা প্রেস ২৪ডটকম)।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন খোকন (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান (এনটিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান (বাংলাভিশন), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার (ইনডিপেনডেন্ট টিভি), দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক স্বাধীন বাংলা), সদস্য মোহাম্মদ মাঈনউদ্দিন তারেক (স্পোর্টস ফেয়ার), ইমাম হাসান সৌরভ (একুশে টেলিভিশন) ও হুমায়ুন কবীর রোজ (সময় টিভি)।
এদিন, বেলা ১১টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসজেসি’র অ্যাডহক কমিটির আহ্বায়ক মনোয়ারুল হকের নেতৃত্বে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় অ্যাডহক কমিটির দায়িত্বকালীন সময়ের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে তুলে ধরেন কমিটির সদস্য সাইফুর রহমান চৌধুরী।
বিএসজেসির নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে গত ১৮ জুন কমিশন তাদের কার্যক্রম শুরু করে। ১৯ জুন শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। ২০ জুন বিকেলে ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ সময়।
নির্বাচন কমিশন ২১ জুন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে। ২২ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় থাকলেও ১১ জন প্রার্থীর কেউই তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেননি। ২৩ জুন বিকালে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
আপনার মূল্যবান মতামত দিন: