ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

আসছে মৌসুমে কোন দল পেলেন না জামাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকার কারণেই কি খেলতে পারছেন না?

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪ ১৪:৪৪; আপডেট: ২৫ আগস্ট ২০২৪ ১২:৫৬

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেখানে অনেক তারকা খেলোয়ার নিজেদের রেখেছিলেন আড়ালে সেখানে প্রথম থেকেই জামাল ভুঁইয়া ছিলেন এগিয়ে। নিজেকে আড়াল না করে আন্দোলনকারীদের পক্ষে সোশ্যাল মিডিয়াতে ছিলেন নিয়মিত। পাঁচ আগষ্টে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর আবাহানী ক্লাব শিকার হয়েছিল ভাংচুর আর লুটপাটের। সেই কারণেই কি আবাহানীতে জায়গা হারালেন জামাল, না আর্থিক চুক্তিগত কারণে?

গত মৌসুমের জামাল খেলেছিলেন আবাহনীতে, এবারও খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার। কিন্তু দলবদলের শেষ দিনে দুই পক্ষের মধ্যে আর্থিক বিষয়ে সমঝোতা হয়নি কারণ দেখিয়ে ২০২৪-২৫ মৌসুমের আবাহানীতে জায়গা হারালেন জাতীয় দলের অধিনায়কের। আর সময় শেষ হওয়ার কারণে কোনো ক্লাবেই যোগ দিতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে ফিফা তিন দিন সময় বাড়িয়েছিল দলবদলের। তাতে ১৯ অগাস্টের বদলে তা শেষ হয় ২২ অগাস্ট। নানা অনিশ্চয়তার মধ্যে অনেকে ঠিকানা খুঁজে নিতে পারলেও জামাল পারেননি।

আর্জেন্টাইন ক্লাব সোল দে মাইয়ো থেকে আবাহনীতে যোগ দিয়েছিলেন জামাল। এবারও আকাশী-নীল জার্সিধারীদের সাথেই ৩৪ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের থাকার কথা ছিল। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে।

 

সেই উত্তাপ গিয়ে পড়ে আবাহনী ক্লাবেও। ভাংচুরের শিকার হয় ক্লাবটি। দুস্কৃতীকারীরা চুরি করে নিয়ে যায় দলটির নানা সময়ে জেতা ট্রফিগুলো। নতুন মৌসুমে তাদের দলবদলের বিষয়টিও এক পর্যায়ে পড়ে গিয়েছিল অনিশ্চয়তায়।

 

প্রতিকূলতার মধ্যেও অবশ্য নতুন মৌসুম সামনে রেখে দল গড়ে নিয়েছে আবাহনী। নতুন, পুরোনো মিলিয়ে ৩২ জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দলটি। বিদেশি ফুটবলার ছাড়াই এবার দল গড়েছে তারা।

 

চলমান পরিস্থিতিতে ‘আর্থিক সংকট’-এর কারণে জামালের সঙ্গে চুক্তি সম্ভব হয়নি বলে জানালেন, আবাহনীর টিম ম্যানেজার কাজী নজরুল ইসলাম।

 

কাজী নজরুল বলেন “আপনারা জানেন, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে আবাহনী। এ মুহূর্তে আর্থিক সংকটও আছে। আসলে জামালের যেটা দাবি ছিল (পারিশ্রমিক), সেটা আমরা এ মুহূর্তে পূরণ করতে পারছি না। রাখঢাক করার কিছু নেই, মূলত, আর্থিক বিষয়ে সমঝোতা না হওয়ার কারণেই জামাল নেই আবাহনীতে।”




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top