ফিফা ইউন্ডোতে ভুটানে খেলতে যাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪ ১৬:১৩; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১২:০৫
সরকার পতনের পর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিছুটা ঘোলাটে আকার ধারণ করে বিশ্বের নিকট, কিন্তু ক্রমে ক্রমে সবকিছুই স্বাভাবিক হয়ে আসছে। বর্তমান পরিস্থিতি অবলোপন করে বাংলাদেশে আসবে না ভুটান দল, তা একরকম নিশ্চিতই ছিল। সেটাই হলো। এতে বদলে গেল বাংলাদেশ ও ভুটানের ম্যাচের সূচি ও ভেন্যু। পরিবর্তিত সূচিতে ভুটানেই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে ভুটান জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশে জাতীয় দলের ম্যাচ দুটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচ দুটি খেলতে আগামী ৩০ অগাস্ট দেশ ছাড়বে বাংলাদেশ দল।
ফিফা উইন্ডোতে ২ ও ১০ সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এখন বদলে গেল সূচি। সঙ্গে বাংলাদেশে হচ্ছে না কোনো ম্যাচ। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর দেশে তৈরি হয়েছে অস্থির পরিবেশ। বাফুফেও আছে অস্থিতিশীল পরিস্থিতিতে।
আপনার মূল্যবান মতামত দিন: