ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

হাতুরির অধ্যায় সমাপ্তির পথে, বিকল্প কোচ খুজবো: ফারুক আহম্মেদ

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪ ১৬:৫৪; আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৬:৫৫

নতুন সভাপতি বর্তমান ক্রিকেট দলের প্রধান কোচের সমালোচনা ছিলেন নিয়েছিলেন। হাতুরিকে বিদায়ের ব্যপারে গণমাধ্যমে একাধিক বার মুখোমুখি হয়েছিলেন ফারুক আহম্মেদ। তার ব্যতিক্রম হলোনা তার বিসিবির নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পরও।

বাংলাদেশ দলে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎও ঝুলে গেছে। আজ মিরপুরে হাথুরু সম্পর্কে সাংবাদিকদের নতুন সভাপতি বলেন, 'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।'

'এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।'-যোগ করেন ফারুক আহমেদ। 

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top