বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া শেখ জামাল বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস। এছাড়া ওপেনার সৈকত আলীর ব্যাট থেকে আসে ২৮ রান। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন আশরাফুল ও নাসির। আশরাফুল ১৬ ও নাসির ১১ রান করে আউট হয়েছেন।
প্রাইম ব্যাংকের রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নিয়েছেন।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক ওপেনিং জুটিতেই পায় ৬৯। ২৭ বলে ২৩ রান করে তামিম আউট হন। সঙ্গীকে হারিয়ে ফিরে যান সর্বোচ্চ রানের ইনিংস খেলা রনি তালুকদারও। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে সালাউদ্দিন শাকিলের বলে আউট হন রনি।
এদিকে চলতি লিগে আজই নিজের সেরা ব্যাটিং করেছেন এনামুল হক। ৩৩ বলে ৩৫ রান করে লেগ স্পিনার তানভীর হায়দারের শিকার হন প্রাইম ব্যাংকের অধিনায়ক। এরপর ৩ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মোহাম্মদ মিঠুন (২১*) ও আরফাত জুনিয়র (২*)।
সালাউদ্দিন শাকিল ১২ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন। বাকি উইকেটটি নেন তানভীর হায়দার।
আপনার মূল্যবান মতামত দিন: