ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচন কমিশন পুনর্গঠনে নাম চেয়ে আহ্বান জানালো সার্চ কমিটি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ২১:১৬; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার পদের জন্য নতুন সদস্য নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে সার্চ কমিটি। এ লক্ষ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছে নাম আহ্বান করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালে প্রণীত "প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন" অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার পদে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে আগামী ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করতে বলা হয়েছে।

ব্যক্তিগতভাবে আগ্রহীরা তাদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে পারেন অথবা ই-মেইল মাধ্যমে ([email protected]) পাঠাতে পারবেন। সার্চ কমিটি সকল প্রস্তাবিত নাম পর্যালোচনা করে রাষ্ট্রপতির কাছে যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করবে।

এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে কাজ করছে সরকার।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top