ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

খালেদা জিয়ার জন্য প্রস্তুত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ১৩:১৫; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১১:২৭

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন বিদেশি চিকিৎসাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানা গেছে।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার জানান, খালেদা জিয়াকে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’-এ করে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য একটি মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হবে।

ডা. জাহিদ বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা মাথায় রেখে আমরা তাঁকে দ্রুতই মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। এরই অংশ হিসেবে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।”




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top