ঢাকা মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

বাংলাদেশ কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ১৪:৪৪; আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৪:৪৬

 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনালে চাইনিজ তাইপকে হারিয়ে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ কাবাডি দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নামের আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ কাবাডি দলের সকল খেলোয়াড়, কোচ, ফেডারেশনের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। 

তিনি আরো বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। বর্তমান কাবাডি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ এই জাতীয় খেলাটিকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি।

উল্লেখ্য,বাংলাদেশ সহ ১২টি দেশের অংশগ্রহনে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্ণামেন্টের ফাইনালে বাংলাদেশ ৪২-২৮ পয়েন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top