ঢাকা বুধবার, ৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

ভারতের দ্বিতীয় ইনিংসে মেহেদী মিরাজ ৩টি এবং সাকিব ১টি উইকেট দ্রুত তুলে নেয়

মিরাজ ঘূর্ণিতে ভারতের ৪ উইকেট পতনে স্বপ্ন দেখছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ ২২:২৭; আপডেট: ৭ জুন ২০২৩ ০১:১০

 

দ্রুত ভারতের ৪ উইকেট নিয়ে আশায় বাংলাদেশ।ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। ভারতের চাই ১০০ রান, বাংলাদেশের ৬ উইকেট

নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাটকে নিয়ে দিনের শেষ ১৯ বল কাটিয়ে দিলেন আকসার প্যাটেল। তবে তৃতীয় দিন শেষে সম্ভাবনায় একটু এগিয়েই থাকল বাংলাদেশ।

২৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৫। ৮ বলে তিন রানে খেলছেন উনাদকাট। প্রমোশন পেয়ে চারে নেমে তিন চারে ৫৪ বলে ২৬ রান করেছেন আকসার।

জয়ের জন্য ভারতের চাই আরও ১০০ রান, বাংলাদেশের শেষ ৬ উইকেট।

শুবমান গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি- কেউ যেতে পারেননি দুই অঙ্কে। রাহুলকে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। গিল, পুজারা ও কোহলির উইকেট নেন মিরাজ। তার হাত ধরেই অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭

ভারত ১ম ইনিংস: ৩১৪

বাংলাদেশ ২য় ইনিংস: ২৩১

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৫) ২৩ ওভারে ৪৫/৪ (গিল ৭, রাহুল ২, পুজারা ৬, প্যাটেল ২৬*, কোহলি ১, উনাদকাট ৩*; সাকিব ৬-২-২১-১, তাইজুল ৮-৪-৮-০, মিরাজ ৮-৩-১২-৩, তাসকিন ১-০-৪-০)

 



আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top