সিলেটে বন্যা আক্রান্ত মানুষের মাঝে পুলিশের খাবার বিতরণ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ জুন ২০২২ ০০:৩৬; আপডেট: ২১ জুন ২০২২ ০১:৩২

সিলেট জেলায় বন্যা আক্রান্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশের সদস্যরা। উদ্ধার কাজ চালানোর পাশাপাশি রান্না করা খাবার নিয়ে পুলিশের কয়েকটি টিম ছুটে যাচ্ছ মানুষের কাছে।
আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার এর নির্দেশে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিলেট জেলা পুলিশের সদস্যরা গত কয়েকদিন ধরে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে পানি বন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়া, রান্না করা খাবার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার গোয়াইনঘাটের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী ও প্রবাসী কল্যাণ শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক শ্যামল বণিক জেলা পুলিশ লাইন্সে রান্না করা খিচুড়ি কোম্পানীগঞ্জ থানাধীন ফেদারগাও উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রায় কয়েকশ মানুষের মধ্যে বিতরণ করেন। আশেপাশের পানিবন্দী মানুষের মধ্যে তৈরি করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
গোলাপগঞ্জে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান চাকমার নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া জৈন্তাপুর অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জৈন্তাপুর থানার এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ বন্যার্ত মানুষের মাঝে খাদ্য এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে জৈন্তাপুর থানার পুলিশ সদস্যরা। গোয়াইনঘাট এবং বিশ্বনাথের বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণ করে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্য।
তথ্যটি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা এবং মিডিয়া মোঃ লুৎফর রহমান জানান, সিলেট জেলা পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জেলা পুলিশের সদস্যরা সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। নিয়মিত আইন-শৃংখলার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের জন্য জেলা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: