আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির ফাইনাল আজ
এম.এ.রনী | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২ ১৭:৪৬; আপডেট: ৭ জুন ২০২৩ ০১:০৪

এ যেন এক মহাযজ্ঞ। বাংলাদেশের ইতিহাসে এমন আয়োজন খুবই কমই হয়েছে এ যাবৎকালে।বলছি আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০২১ এর কথা। পল্টন আউটার স্টেডিয়ামকে নতুন রঙ্গে রাঙ্গিয়ে তুলেছে কাবাডি ফেডারেশন। অস্থায়ী ভাবে তৈরী করা হয়েছে বিশ্বমানের কাবাডি স্টেডিয়ামের আলোকে। মনোমুগ্ধকর ঝলকানিতে ভরা আতোশবাজী থেকে সবকিছুই ছিল প্রশংসা পাওয়ার মতো। অবশেষে এই আয়োজনের পর্দা নামবে আজ সন্ধ্যায় ফাইনালের মধ্যে দিয়ে।
ঐতিহাসিক পল্টন ময়দানে অনুষ্ঠিত হচ্ছে কাবাডি দেশের জাতীয় খেলা কে ভিন্ন ভাবে উপস্থাপিত করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কাবাডি খেলোয়াড়দের জন্য যা খুবই উৎসাহব্যঞ্জক। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির বালক বিভাগের ফাইনালে উঠেছে মৌলভীবাজার ও চট্টগ্রাম। বালিকা বিভাগের ফাইনাল হবে ঝিনাইদাহ ও নড়াইলের মধ্যে। ঐতিহ্যবাহী পল্টন মাঠে বালক বিভাগের ফাইনাল শুরু হবে বিকাল সাড়ে ৫টায়, বালিকা বিভাগের ফাইনাল শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
আজ ১ জানুয়ারি ২০২২ শনিবার সন্ধ্যায় বালকদের সেমিফাইনালে মৌলভীবাজার ৩৪-২৮ পয়েন্টে কুমিল্লাকে ও চট্টগ্রাম ৩৪-১৬ পয়েন্টে গোপালগঞ্জকে হারায়। ম্যাচ দুটিতে সেরা খেলোয়াড় হয়েছে মৌলভীবাজারের মো. জুবায়ের ও চট্টগ্রামের অজুং মারমা। বালিকাদের সেমিফাইনালে ঝিনাইদাহ ৩৯-২৭ পয়েন্টে দিনাজপুরকে ও নড়াইল ৫৩-১৩ পয়েন্টে বরিশালকে হারায়। দুই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে ঝিনাইদাহের রাত্রী ও নড়াইলের ছন্দা।
ফাইনালে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; উপস্থিত থাকবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও উক্ত ফাইনালে উপস্থিত থাকবেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নেওয়াজ সোহাগ।
আপনার মূল্যবান মতামত দিন: