দলে নতুন মুখ ২ জন, অনুর্ধ্ব-১৫ দল থেকে ৬জন
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের দল ঘোষনা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ০১:১৭; আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ০১:২১

আগামী শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। পাঁচ দলের এই টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ সহ বাকি চার দল হচ্ছে ভারত, নেপাল, শ্রীলংকা ও ভুটান। প্রতিটি দলই একে অন্যের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল আগামী ২২ শে ডিসেম্বর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।
আজ ৯ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে টুর্নামেন্ট নিয়ে বাফুফে ভবনে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেড কোচ গোলাম রব্বানীর ছোটন জানিয়েছেন, ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
কোচের সুরে কথা বলেছেন দলের অধিনায়ক মারি আমান্ডা, তিনি বলেন টুর্নামেন্টের সেরা হওয়ার টার্গেট নিয়েই বাংলাদেশ খেলবে।
তিনি বলেন, বাংলাদেশের নারী ফুটবল দল বিভিন্ন পর্যায়ে নানা সাফল্য এনে দিয়েছে। আমি ব্যক্তিগত ভাবে আশা রাখি দেশের মাটিতে এবারও তারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে। সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেন বাফুফে ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নতুন দুইজন, এছাড়া সিনিয়র দলের ১৫ জন ও অনূর্ধ্ব ১৫ দলের ৬ জন আছেন ২৩ সদস্যের এই দলে।
বাংলাদেশ দলে এবারই প্রথম অন্তর্ভূক্ত হলেন আফিদা খন্দকার এবং উন্নতি খাতুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, নারী দলের টিম লিডার জাকির হোসেন, ম্যানেজার আমিনুল ইসলাম বাবু এবং স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোস্তাক আহেম্মদ।
আপনার মূল্যবান মতামত দিন: