ঢাকা বুধবার, ৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

গোলরক্ষক তারেকের দৃঢ়তায় ভৈরব ফাইনালে

একাডেমী কাপের ফাইনালে সানরাইজার্স আর ভৈরব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১ ২৩:১২; আপডেট: ১ ডিসেম্বর ২০২১ ২৩:২১

 

বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) এর আয়োজনে ৩য় বারের মতো পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবল ইতিহাসের দেশ সেরা আয়োজন ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১’। শিরোপা নির্ধারনী ম্যাচে জায়গা করে নিয়েছে সানরাজার্স ফুটবল একাডেমী ও ভৈরব ফুটবল একাডেমী।

 

আজ বুধবার প্রথম সেমিফাইনালে ফুটবল একাডেমী দিরাইকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাহ্মণবাড়িয়ার সানরাজার্স ফুটবল একাডেমী।  জয়ের একমাত্র গোলটি করেন সাজেদুল ইসলাম ইমন। এ ম্যাচেও হলুদ কার্ডের দেখা পান সানরাইজার্সের মাসুদ রানা।  ২টি হলুদ কার্ড হওয়াতে তিনি ফাইনাল খেলতে পারবে না।

 

ম্যাচের একমাত্র গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সানরাজার্স ফুটবল একাডেমীর সাজেদুল ইসলাম ইমন।

 

এর আগে গ্রুপ ‘বি’ থেকে মো. আব্দুল হালিম ফুটবল একাডেমী ও মোহামেডান ফুটবল একাডেমীকে হারিয়ে সেমিফাইনালে ওঠে সানরাইজার্স ফুটবল একাডেমী।

 

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ছাগলনাইয়া ফুটবল একাডেমী ও ভৈরব ফুটবল একাডেমী। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়াতে খেলা টাইব্রেকারে গড়ায়।

 

টাইব্রেকারে ছাগলনাইয়া ফুটবল একাডেমীকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমী।  টাইব্রেকারে ভৈরবের উবাউদ হাসান, নাবিদুল ইসলাম ও সানি করেন। অন্যদিকে ছাগলনাইয়ার শাহাদাত হোসাঈন, মো. শাহরিয়ার ২টি গোল শোধ দেন। ২টি করে হলুদ কার্ড হওয়াতে ফাইনাল খেলতে পারবে না ভৈরবের উবাইদুর ও নাবিদুল।

ট্রাইবেকারে তিনটি শট রুখে দিয়ে ভৈরবের গোলরক্ষক তারেক ম্যাচ সেরা নির্বাচিত হয়।

গ্রুপ ‘ডি’ থেকে ইপিলিয়ন ফুটবল একাডেমী ও এসএফসিএ ফুটবল কোচিং একাডেমীকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে কিশোরগঞ্জের দলটি।

 

বাফুফে থেকে সবগুলো ম্যাচ পর্যালোচনা এবং ম্যাচ সেরা নির্বাচন করার জন্য একটি প্রতিনিধি দল উপস্থিত থাকেন। এই কমিটির সদস্য হিসেবে আছেন বাফুফের কোচ- আবুল হোসেন ও জনি।

 

সারাদেশ হতে অংশগ্রহনকারী ১২টি ফুটবল একাডেমী দল নিয়ে ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ১০ দিন ব্যাপী এ টুর্নামেন্ট। গত দুই আসরের ২৪ দলকে বাদ দিয়ে সারা দেশের ৮ বিভাগের নতুন ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।

 

আগামী ৩ডিসেম্বর,২০২১, রোজ-শুক্রবার বিকাল তিনটায় তৃতীয় নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফুটবল একাডেমী দিরাই, সুনামগঞ্জ এবং ছাগলনাইয়া ফুটবল একাডেমী, ফেনী।

 

সন্ধ্যা ৬টায় একাডেমীর কাপের ফাইনালে মুখোমুখি হবে “ভৈরব ফুটবল একাডেমী, কিশোরগঞ্জ বনাম সানরাইজার্স ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top