কাব্য টোকাইয়ের অভিষেক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৯; আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৩

আজ ময়মনসিংহ জেলা পরিষদ অডিটোরিয়ামে কবি মাহবুব রুমন এর কাব্যগ্রন্থ "কাব্য টোকাইয়ের অভিষেক" এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। "আমরা ব্রহ্মপুত্রের সন্তান" নামক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসানাত লোকমান ,সচিব,বাংলা একাডেমি।
সভাপতিত্ব করেন মননশীল লেখক, প্রাবন্ধিক রাজিব সরকার,সচিব ,ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
আলোচকদের মধ্যে ছিলেন জনাব আয়শা হক , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, জনাব নুরুল হক, প্রভাষক, আনন্দমোহন কলেজ, মোজাহিদুল হক প্রবাল,প্রভাষক, আনন্দমোহন কলেজ
এছাড়াও উপস্থিত ছিলেন টাইমস্কুপ চীফ এডিটর ও আইবিজি নিউজ এর বাংলাদেশ সংবাদদাতা আনোয়ারুল হক ভুঁইয়া,কবি তানভীর জাহান চৌধুরী এবং কবি তিতাস আহমেদ, প্রভাষক,নেত্রকোনা সরকারি কলেজ।আরো উপস্থিত ছিলেন "আমরা ব্রহ্মপুত্রের সন্তান" এর আহ্বায়ক মনিরুল ইসলাম নিক্সন ,ডাক্তার রুহুল আমিন তুহিন,আরমান হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন
কবি খোন্দকার ওলি উল্লাহ, প্রভাষক ,নেত্রকোনা সরকারি মহিলা কলেজ।
পেশাজীবি মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড থেকে উপস্থিত ছিলেন জালাল,আসিফ ,মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব হাসানুজ্জামান রাজিব, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), জেলা পরিসংখ্যান কার্যালয়, ভোলা,জনাব খালেদ হাসান তপু, জনাব শরিফুল ইসলাম, সদস্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ
জুম প্ল্যাটফর্মে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক জনাব ফরিদ উদ্দিন আহমদ ও জনাব কাবেরী জালাল, সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহ।
আপনার মূল্যবান মতামত দিন: