ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে আইনি নোটিশ

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪ ১৫:২২; আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ১৫:৫৫

রাওয়ালপিন্ডি টেস্টই কী তবে সাকিবের শেষ টেস্ট? এমন আশঙ্কা শুধু এই প্রতিবেদকের না। বরং ক্রিকেট ভক্তদেরও। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন সাকিব আল হাসান। নাম্বার ওয়ান এই অলরাউন্ডার খেলছেন রাওয়ালপিন্ডি টেস্ট। সেখানেই বসেই হয়তো শুনেছেন নিজের মামলার খবর। এবার তাকে জাতীয় দল থেকে বাদ দিতেও পাঠানো হয়েছে আইনি নোটিশ।

 

গতকাল একটি হত্যা মামলার আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। ওই মামলার প্রেক্ষিতে তাকে জাতীয় দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।

আইনজীবী সজীব জানান, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

 

গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) সাকিব আল হাসানের নামে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল নামের এক পোশাক শ্রমিক। মৃত রুবেলের বাবা থানায় বাদী হয়ে মামলাটি করেন।

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top