05/29/2022 দলের কোন্দল করোনা পরিস্থিতিকে জটিল করবে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক:
১৬ এপ্রিল ২০২১ ১০:৩৯
দলের কেউ অপকর্মে লিপ্ত হলে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সারাদেশের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, কলহ, কোন্দলের বহিঃপ্রকাশ এই মুহূর্তে করোনা পরিস্থিতিকে জটিল করবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে দল তাদের কোনও প্রশ্রয় দেবে না। প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।’
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।