567

01/16/2025 এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে

এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে

নিউজ ডেস্ক

৪ নভেম্বর ২০২৪ ২০:৪০

 

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ১,৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের অধীনে থাকা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের বন্ধককৃত সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণাটি সম্প্রতি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, যেখানে আগামী ২০ নভেম্বর নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এস.আলম এর সম্পত্তি নিলামে তুলতে চাওয়া সম্পত্তির মধ্যে চট্টগ্রাম ও গাজীপুরে এস আলম গ্রুপের মোট ১,৮৬০ শতাংশ জমি অন্তর্ভুক্ত, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩৫৮ কোটি টাকা বলে ব্যাংক সূত্রে জানা গেছে। তবে, ঋণের পরিমাণ বেশি হওয়ায় বাকি টাকা আদায়ের জন্য আরও আইনি পদক্ষেপের প্রয়োজন হতে পারে।

জনতা ব্যাংকের তথ্য মতে, গ্লোবাল ট্রেডিং করপোরেশন ২০১২ সালে চট্টগ্রামের করপোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকার ঋণ গ্রহণ করে, যা ২০২১ সালের নিরীক্ষা প্রতিবেদনে সুদাসল মিলে এক হাজার ৭০ কোটি ৬৫ লাখ টাকায় পৌঁছায়। প্রতিষ্ঠানটির ঋণ বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা ছাড়িয়ে যাওয়ার প্রমাণসহ সিএজি-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঋণের পরিমাণ ২০২৪ সালের সেপ্টেম্বরে বৃদ্ধি পেয়ে এক হাজার ৮৫০ কোটি টাকায় পৌঁছায়।

ঋণের প্রকৃতি ও এস আলম গ্রুপের দুর্নীতি সম্পর্কে অভিযোগ 

এই ঋণের মধ্যে পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট) ঋণ ৬১৭.৪৭ কোটি টাকা, এলটিআর (ট্রাস্ট রিসিপ্ট) ঋণ ২২৩.১৮ কোটি টাকা, এবং সিসি হাইপো ঋণ ২২৯.৯৯ কোটি টাকা ছিল বলে জানা যায়। বাংলাদেশ ব্যাংকের নিয়মাবলি লঙ্ঘন করে ঋণের সীমা অতিক্রম এবং অনিয়মের অভিযোগে ২০২১ সালে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) একটি নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করে, যা এস আলম গ্রুপের অতিরিক্ত ঋণ নেওয়ার বিষয়টি সামনে আনে। এছাড়া, আর্থিক খাতের সুশাসন ও ঋণ পরিশোধে এস আলম গ্রুপের অতীতের কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]