49

05/05/2024 মরোক্ক জাতীয় দলে ডাক পেলেন ব্রাহিম দিয়াজ

মরোক্ক জাতীয় দলে ডাক পেলেন ব্রাহিম দিয়াজ

ক্রীড়া ডেস্ক

১৫ মার্চ ২০২৪ ১৫:৫৭

রাবাত, ১৪ মার্চ, ২০২৪ (এএফপি) : রিয়াল মাদ্রিদের স্প্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ প্রথমবারের মত মরক্কো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। এ মাসে এ্যাঙ্গোলা ও মরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে।

২৪ বছর বয়সী দিয়াজ ২০২১ সালে লিথুনিয়ার বিপক্ষে একটি মাত্র প্রীতি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্ব করেছিলেন। ঐ সময় করোনা মহামারীতে কোন সিনিয়র খেলোয়াড় খেলতে রাজী না হওয়ায় দিয়াজ স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর আর স্প্যানিশ দলে খেলার সুযোগ পাননি। যে কারনে বছরখানেক আগে দিয়াজ মরক্কোর নাগরিকত্বের  জন্য আবেদন করেন। স্পেন দলে ডাক পাবার দীর্ঘ প্রতীক্ষা আর মেনে নিতে পারেননি দিয়াজ।

মরোক্কান ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য বুধবার দল ঘোষনা করেছে। মোনাকোর ১৯ বছর বয়সী মিডফিল্ডার এলিয়েসেন সেগিরও প্রথমবারের মত এই দলে ডাক পেয়েছেন। অনুর্ধ্ব ১৯ পর্যায় এলিয়েসেন ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করেছেন।

আগামী ২২ মার্চ এ্যাঙ্গোলা ও চারদিন পর মরিতানিয়ার মোকাবেলা করবে ওয়ালিদ রেগ্রাগুইয়ের মরক্কো।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]