12/08/2024 টি-টোয়েন্টিতে অপরিপক্ক বাংলাদেশ, সিরিজ বাঁচানোর ম্যাচে বড় পরাজয়
ক্রীড়া ডেস্ক
১০ অক্টোবর ২০২৪ ১৪:৩৮
বাংলাদেশ এখোনো টি-টোয়েন্টিতে নিজেদের সেভাবে যোগ্য করে তুলতে পারেনি তার প্রমান আবারো তারাই দিলো গতকাল ভারতের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ছন্নছাড়া পারফর্ম করে। একদিনের ম্যাচে যেমন বাংলাদেশ যতটুকু নিজেদের মেলে ধরতে পারে, বড় যে কোন দলকে পরাজিত করতে পারে, ঠিক তেমনি টি-টোয়েন্টিতে বাংলাদেশ তার উল্টো, ম্যাচের আগেই তাদের খেলা দেখে বুঝতে কষ্ট করতে হয় না সমর্থকদের।
টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর ম্যাচে ভারতের কাছে হেরে গেল টাইগারদের দল। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল।
এই খেলোয় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম ৬ ওভারে ৪৫ রান তুলতেই দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট হারায় ভারত। তবে পাওয়ার প্লের পরই ভারতকে ছন্দে ফেরান নীতীশ কুমার এবং রিংকু সিং।
চতুর্থ উইকেটে তাদের ১০৮ রানের বিস্ফোরক জুটিতে শুরুর চাপ কাটিয়ে বড় সংগ্রহের দিকে হাঁটে ভারত। ৩ চার এবং ৭ ছক্কায় ৭৪ রান করেন নীতীশ। ৫৩ রান আসে রিংকুর ব্যাটে। তাদের দুর্দান্ত দুই ইনিংসের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ৩২ রানের ঝোড়ো ক্যামিওতে রানপাহাড়ে চড়ে ভারত। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২১।
বাংলাদেশের পক্ষে ৫৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার রিশাদ হোসেন। তার সবকটি উইকেটই এসেছে ২০তম ওভারে। আর তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান পেয়েছেন সমান দুটি করে উইকেট। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছেতাই ব্যাটিং করে বাংলাদেশ। ১০০ রানের মধ্যেই ৭ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।
নিজের শেষ টি-টোয়েন্টি সিরিজে খেলা মাহমুদউল্লাহর ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৪১ রান। পরে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ১৩৫ রান।