05/30/2023 স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু
ক্রীড়া ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ১৯:৫৬
মহান স্বাধীনতা দিবসের মাসে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট-২০২৩’। যা শেষ হবে ২১ মার্চ।
শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ক্যারম হল রুমে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন হেলাল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘স্বাধীনতার মাসে মহান শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তাদের জন্যই পেয়েছি আমরা এ স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতার মাসে আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে দিয়ে আমাদের এই টুর্নামেন্ট উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত।
ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে অনেক খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন এ টুর্নামেন্টে।
তিনি আরো যোগ করেন, ‘বর্তমানে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। আমাদের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দিক নির্দেশনায় আমরা কাজ করে চলেছি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির যোগ্য নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।
জাতীয় দলের খেলোয়াড়সহ ৭০ জন (পুরুষ ও মহিলা) খেলোয়ড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল, আম্পায়ার, জাতীয় দলের খেলোয়াড়সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।