417

12/08/2024 সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান রিজভীর

সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক

৩ অক্টোবর ২০২৪ ১৪:৪১

বাংলাদেশের ইতিহাসে গত ১৬টি বছর বাংলাদেশের মানুষ নির্বাচনের যে আনন্দ তা থেকে বঞ্চিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে গত ৫ই আগষ্ট গণ অভূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করে বাংলার আপামর জনগণ। সেই সুবাধে দেশের একটি সুন্দর সমাধানের জন্য প্রয়োজন এখন একটি সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা এবং একটি গণমুখী নির্বাচন।

জরুরি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজখবর নিতে মিরপুরে আসেন রিজভী আহমেদ। সান্ত্বনা দেয়ার পাশাপাশি দুটি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে। নিশ্চিত করতে হবে গণতন্ত্র। স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে জানান তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনে স্বজনহারা পরিবারের কাছে নেতারা অঙ্গীকার করেন, যারা গণতন্ত্র রক্ষার আন্দোলনে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ সবসময় মনে রাখবে বিএনপি।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]