06/07/2023 মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২২
মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজুর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
এ সময় তার সঙ্গে থাকা জমি সংক্রান্ত কাগজের ব্যাগ, এনড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন দুর্বৃত্তরা।
আহত শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার গ্রামের বাড়ি ছোট ঝিনাইয়া।
রবিবার রাত ১১ টায় ব্রাহ্মণচক ও ভাইগারচর মধ্যবর্তী ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক সাংবাদিকদের বলেন, জমি সংক্রান্ত কিছু কাগজপত্র উঠাতে চাঁদপুর গিয়েছিলাম। কাজ শেষে সিএনজিযোগে প্রথমে মতলব বাজার নামি। মতলব থেকে সিএনজিযোগে হরিণা চৌরাস্তায় নেমে পড়ি, তার পর বাড়িতে আসার জন্য হরিনা চৌরাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করার কয়েক সেকেন্ডের মধ্যে একটি সিএনজি আসে। সিএনজি ড্রাইভার তাকে ঝিনাইয়া বাড়ির সামনে নামিয়ে দিবেন বলে গাড়ীতে উঠায়। গাড়ীতে উঠার পর বুঝতে পারি যে, তারা আমাকে ফলো করছে। গাড়ীতে ছিলো আরো ৩জন।
পরে ব্রাহ্মণচক ও ভাইগারচর মধ্যবর্তী ব্রিজের কাছে এলে ড্রাইভার সিএনজি নষ্ট হওয়ার অযুহাতে সময়ক্ষেপন করতে থাকে। সবাইকে সিএনজি থেকে নামতে বলে ড্রাইভার। সবাই নেমে পড়ি। আশেপাশে কোন লোকজন নেই দেখে সুযোগ বুজে কাগজদে বলেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে তারা। আমার প্রচুর রক্ষক্ষরণ হয়। আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে তারা আমার মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে ঐ সিএনজিতেই পালিয়ে যায়।
পরবর্তীতে আমার চিৎকারে লোকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে আসে। দুর্বৃত্তরা আমাকে মারধর করার সময় বলে, তোরে আমরা সারাদিন ফলো করেছি কখন তুই আসবি।