4166

05/30/2023 প্রথম স্বর্ন পদক চট্টগ্রাম ও ঢাকা বিভাগের

প্রথম স্বর্ন পদক চট্টগ্রাম ও ঢাকা বিভাগের

ক্রীড়া ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৫


ঢাকা, ২৬ ফেব্রুয়ারি:  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে ২০২৩’-এ প্রথম স্বর্ন পদক জয় করেছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। তরুণী বিভাগে র‌্যাপিড দাবায় চট্টগ্রাম বিভাগের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ও তরুণ বিভাগে ঢাকা বিভাগের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় স্বর্ন পদক জয় করেছেন।

শনিবার, ২৫ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে তরুণ ও তরুণী উভয় বিভাগের র‌্যাপিড দাবা অনুষ্ঠিত হয়। তরুণদের র‌্যাপিড দাবায় ঢাকা বিভাগের স্বর্নাভো চৌধুরী রৌপ্য ও রাজশাহী বিভাগের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ব্রোঞ্জ পদক লাভ করেন। তরুনী র‌্যাপিড দাবায় চট্টগ্রামের নুশরাত জাহান আলো রৌপ্য ও ঢাকা বিভাগের ওয়ারসিয়া খুশবু ব্রোঞ্জ পদক লাভ করেন। সুইস- লীগ পদ্ধতিতে তরুণ-তরুণী র‌্যাপিড দাবায় ৮ টি বিভাগের প্রতি বিভাগ হতে ২ জন করে ১৬ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com