4153

05/30/2023 দক্ষিণখানে জামাতের ৩ কর্মী আওয়ামীলীগের নেতা হতে চায়

দক্ষিণখানে জামাতের ৩ কর্মী আওয়ামীলীগের নেতা হতে চায়

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৫৭

রাজধানীর দক্ষিণখানে জামাতের ৩ কর্মী আওয়ামীলীগের নেতা হতে চায়। তারা হলেন নূরুল ইসলাম তারই চাচাতো ভাই গোলাপ ও সুরুজ মিয়া।

এরা সবাই দক্ষিণ গাওয়াইরের স্থায়ী বাসিন্দা। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই আওয়ামী লীগের এমপির আত্বীয় পরিচয়ে এলাকায় নানা অপকর্ম ও প্রভাব খাটায়।

তবে এ প্রসঙ্গে স্থানীয় এমপি হাবীব হাসান সাংবাদিককে বলেন, তাদের কাউকে আমি চিনি না। কেউ আমার নাম ভাঙানোর অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থার হুশিয়ারি দেন তিনি।

জানা গেছে, গত কয়েক মাস আগে নূরুল ইসলাম গাওয়াইর ইউনিট আওয়ামী লীগের সভাপতি পদে মনোনীত হন।

এ খবর স্থানীয় নেতাকর্মীদের কানে পৌঁছালে জামাতের সহযোগীকে তাৎক্ষণিক কমিটি থেকে তাকে বাদ দেয়া হয়।

প্রসঙ্গত,৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান দক্ষিণখান থানার আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হন শাহ আলম (আলম) মেম্বার। তারই বোন জামাই দক্ষিণখান জামাতের আমীর আবুল হোসেন। নুরুল ইসলাম,গোলাপ ও সুরুজ এরাই সবাই তাদের অনুসারী। তারা সবাই দেশ ছাড়া। ৩/৪ বছর আগে হাজী ক্যাম্পের সামনে নাশকতার মামলায় তারা গা ঢাকা দিয়েছেন।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জামাত সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় দক্ষিণ গাওয়াইর বায়তুল আরশ মসজিদ থেকে নুরুল ইসলাম গংদের বিতাড়িত করা হয়। কেবল তাই নয়, ড্রীম সিটি পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে নুরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়। কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, নুরুল ইসলাম, সুরুজ ও গোলাপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com