4152

05/30/2023 আইডিয়াল কলেজের কমিটি বিলুপ্তের দাবিতে আল্টিমেটাম

আইডিয়াল কলেজের কমিটি বিলুপ্তের দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৩ ০১:০১

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের পরিচালনা কমিটি বিলুপ্তের দাবিতে দাবিতে আল্টিমেটাম দিয়েছে কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীরা। অবিলম্বে তাদের দাবি না মানলে তারা ক্লাস ও পরীক্ষাবর্জনসহ সব ধরনের একাডেমিক কাজ বন্ধেরও ঘোষণা দেন।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিয়াল কলেজের সিএসই বিভাগের শিক্ষক মারুফ নেওয়াজ।

মারুফ নেওয়াজ বলেন, ইতিমধ্যে এ প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে (৮৭ জন শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সংবলিত) মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষিকা সেগুপ্তা ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের নাজমুল ইসলাম, ইংরেজি বিভাগের রাজু আহম্মেদ. নাজমুল হুদা প্রমুখ।

লিখিত বক্তব্যে মারুফ নেওয়াজ বলেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আইডিয়াল কলেজটি ঢাকা দক্ষিণের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। স্ব অর্থায়নে পরিচালিত এ প্রতিষ্ঠানটি গত পাচ দশক ধরে আলোকিত জাতি গঠনে টেকসই শিক্ষায় অবদান রাখছে। বর্তমানে কলেজটিতে ২১ টি বিভাগ, ৮২ জন স্থায়ী শিক্ষক, ৫জন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষক এবং প্রায় ৬০জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। বর্তমানে প্রায় ৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

কিছুদিন পূর্বে বিভিন্ন অনিয়ম করে ও প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে বিপুল পরিমান অর্থ লুটপাট ও আতœসাত করে ততকালীন অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ, মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ ও বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী কোটিপতি বনে গেছেন। আর গভনিং বডির সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান তাদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষকরা।

কলেজটির বর্তমান সভাপতি প্রায় ১৪ বছর যাবত প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। গভর্নিং বডির অনিয়ম-দুর্নীতির বিষয়ে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি ও জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসিকে চিঠির মাধ্যমে সব কিছু জানানো হয়েছে। এমতাবস্থায় দুর্নীতিগ্রস্থ বর্তমান গভর্নিং বডির পরিচালনায় আমরা আইডিয়াল কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।

 

যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com